ছুটি কাটাতে মালদ্বীপ গেলেন বিজয়-রাশমিকা
-image-1665146856.jpg)
ছুটি কাটাতে মালদ্বীপে পাড় জমালেন চর্চিত প্রেমিক যুগল রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। শুক্রবার (৭ অক্টোবর) সকালে মুম্বাইয়ের বিমানবন্দরে দেখা মেলে তাদের। প্রথমে রাশমিকা ও পরে বিজয় বিমানবন্দরে পৌঁছালে দুজনের পৃথম ছবি ক্যামেরাবন্দি করে ফটোগ্রাফার পাপারাৎজ্জি। দক্ষিণী সিনেমার এই অভিনেত্রীর প্রথম বলিউড ছবি ‘গুডবাই’ সিনেমা হলে মুক্তি পেয়েছে আজ। অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পাওয়া বিজয়ের ‘লাইগার’ ফ্লপ হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (৭ অক্টোবর) সকালে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। রাশমিকা বিমানবন্দরে পৌঁছানোর কয়েক মিনিট পরে হাজির হন বিজয়। এসময় আলাদা আলাদাভাবে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন এই কথিত প্রেমিক যুগল। জোর গুঞ্জন উড়ছে, রোমান্টিক সময় পার করতেই মালদ্বীপে গিয়েছেন বিজয়-রাশমিকা।
সম্পর্কিত খবর
‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ শিরোনামে দুটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। মূলত, এসব সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন অনেকবার চাউর হয়েছে। বিয়ে করতে যাচ্ছেন বলেও শোনা যায়। তবে বরাবরই এই গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন তারা।