বিশ্ব সফরে যাচ্ছেন জাস্টিন বিবার
প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ২৩:৪০

গত মাসে বিরল রোগ ‘রামসে হান্ট সিনড্রোমে’ আক্রান্ত হয়েছিলেন কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। ফলে সব ধরনে স্টেজ শো বন্ধ করে দিয়েছিলেন।
সম্পর্কিত খবর
এই স্বাস্থ্য সমস্যার কারণে উত্তর আমেরিকার বেশ কয়েকটি শোও বাতিল করা হয়েছিল।
ভ্যারাইটি জানিয়েছে যে তিনি সুস্থ হয়েছেন। আবারো সফরে যাওয়ার জন্য প্রস্তুত। ৩১ জুলাই থেকে বিশ্ব সফরে শুরু করবেন বিবার। এমন খবরে উত্তেজিত ভক্তরা। অপেক্ষায় রয়েছেন তার গানের জন্য।
ভারতীয় এক সংবাদমাধ্যমে জানা যায়, ১৮ অক্টোবরে ভারতে স্টেজ শো করবেন বিবার। টিকিটের দাম চার হাজার রুপি।
নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে শোটি।
পূর্বপশ্চিমবিডি/এআই