ফের জুটি বাঁধছেন শাহরুখ-কাজল

বলিউডের অন্যতম সেরা কাজল-শাহরুখ জুটি। এই আইকনিক জুটিকে সর্বশেষ দেখা যায় ‘দিলওয়ালে’ সিনেমায়। শোনা যাচ্ছে করণ জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানী’ ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে তাদের। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট এবং রণবীর সিং।
একটা গানের দৃশ্যে বা নাটকীয় দৃশ্যের মাঝখানে হঠাৎ দেখা দেবেন শাহরুখ-কাজল। তবে শাহরুখের যা ব্যস্ততার কারণে শিডিউল পাওয়া কঠিন। এই শুটিং এর জন্য মাত্র এক দিন বরাদ্দ রেখেছেন অভিনেতা। তবে তাতেই যে তিনি দর্শকদের মাতিয়ে দেবেন, তা নিয়ে নিশ্চিত করণ।
সম্পর্কিত খবর
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর পরে ‘রকি আউর রানি প্রেম কাহানী’তে আবার পরিচালক করণ। এই ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও বিশেষ ভূমিকায় থাকছেন শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্র।
বর্তমানে শাহরুখ রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়াও করছেন অ্যাটলির সিনেমার কাজও। কাজলের হাতে আপাতত তেমন কোনো কাজ নেই। করণ জোহরের সঙ্গে বন্ধুত্বের কারণেই শাহরুখ-কাজল ‘রানি অউর রকি কী প্রেম কাহানি’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন।
পূর্বপশ্চিমবিডি/এনজে