এক মাস ধরে উড়ছেন লাভবার্ড ক্যাটরিনা-ভিকি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০১:২৩ | আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০১:৩৭

বলিউড লাভবার্ড ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের একমাস পূর্ণ করলেন। গত ৯ ডিসেম্বর তারা সাত পাকে বাঁধা পড়েছিলেন, রাজস্থানের জয়পুরে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল রাজকীয় বিয়ের আসর। গাটছড়া বাঁধার একমাস পূর্ণ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে ক্যাটরিনা-ভিকি জানিয়েছেন, একমাস ধরে তারা উড়ছেন।
একেবারেই ঘরোয়া মেজাজে বিনা মেক-আপে নিজেদের আলিঙ্গনের ছবিটি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ।ছবিটি পোস্ট করার পর পরই তাতে বইছে ভক্তদের ভালোবাসা ও কমেন্টের বন্যা। কমেন্ট করছেন তাদের বলিউডের বন্ধুরা। নেহা ধুপিয়া লিখেছেন, 'হ্যাপি হ্যাপি হ্যাপি আমাদের গর্জিয়াস জুটি'। অভিনেত্রী বাণী কাপুর লিখেছেন, 'অপূর্ব'।
সম্পর্কিত খবর
পূর্বপশ্চিম