যৌন হেনস্থার অভিযোগ স্বীকার অভিনেতার

যৌন হেনস্থার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন জেমস ফ্র্যাঙ্কো। ছাত্রীর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন হলিউড অভিনেতা।
২০১৮ সালে পাঁচ মহিলা জেমসের বিরুদ্ধে অভব্য আচরণ এবং যৌন শোষণের অভিযোগ আনেন। অভিযোগকারিণীদের মধ্যে চার জনই ছিলেন জেমসের অভিনয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী। ২০১৯ সালে সেই ছাত্রীদের দু’জন জেমসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন। অভিযোগ, জেমস এবং তার সহকারীরা ছাত্রীদের শেখানোর নামে ‘সুযোগ’ নেওয়ার জন্যই ওই প্রতিষ্ঠানটি তৈরি করেন।
সম্পর্কিত খবর
জেমস মেনে নিয়েছেন সবটাই। বলেন, আমি আমার ছাত্রীদের সঙ্গে সহবাস করেছি। সে কথা স্বীকার করে নিচ্ছি। তবে যারা অভিযোগ করেছেন, তাদের ক্লাসের কারো সঙ্গে আমি সহবাসে লিপ্ত হইনি। কিন্তু য,তোদিন অভিনয় শিখিয়েছি, ততোদিন অনেক ছাত্রীর সঙ্গেই যৌন সম্পর্ক করেছি। সেটা করা উচিত হয়নি।
তবে জেমস জানিয়েছেন, সম্মতি ছাড়া তিনি কখনো ছাত্রীদের কারো সঙ্গে ঘনিষ্ঠ হননি। তবে নিজের কাজ নিয়ে তার আক্ষেপও রয়েছে। তাই স্বীকার করেছেন, শিক্ষক হয়ে এমন আচরণ তাকে মানায় না।
অভিনেতার কথায়, ক্ষমতায় নেশায় হয়তো অন্ধ হয়ে গিয়েছিলাম। মানুষের অনুভূতিগুলোকেও আর দেখতে পাচ্ছিলাম না।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি