বিয়ের পর হানিমুনে কোথায় গেলেন ক্যাট-ভিকি?

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের ‘লাভ বার্ড’ ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে ধুমধাম করে বিয়ে করলেন তারা। তবের পরদিন শুক্রবার (১০ ডিসেম্বর) সকালেই তারা ছাড়লেন সেই বিলাসবহুল ফোর্ট। যদিও অতিথিরা এখনো আছেন সেখানেই। ফোর্টে আছেন ভিকি-ক্যাটের পরিবারও। জয়পুর এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইট নিলেন নব্য-বিবাহিত জুটি।
রাজস্থানের দূর্গ ছেড়ে সকালেই ভিকি-ক্যাট উড়াল দিয়েছেন হানিমুনে। টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র নিশ্চিত করেছে, নবদম্পতি ১২ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করবেন। তারপরে তারা মুম্বাইতে ফিরে যাবেন এবং নিজ নিজ সিনেমার শুটিং শুরু করবেন।
সম্পর্কিত খবর
যদিও বিয়ের মতো, এই ব্যাপারটাও গোপনই রাখা হয়েছে। ভিকি-ক্যাট চার্টার্ড ফ্লাইট নিয়ে ঠিক কোথায় গেলেন, তা আপাতত গোপনই রাখা হয়েছে।
ভিকি-ক্যাটের মুম্বাই রিসেপশনও হওয়ার কথা এর মধ্যেই। যদিও ওমিক্রনের আতঙ্কে নাকি সেখানেও কাটছাঁট করার কথা ভাবা হচ্ছে। ভিক্যাটের বিয়েতে বলিউড থেকে গিয়েছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিরা। বলিউডের সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়েই নাকি মুম্বাইতে বসবে রিসেপশন। যদিও সময়-তারিখ এখনো অজানা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি