• শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

'পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তুমিই' শোভনকে বৈশাখী

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২১, ১৪:১১
বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক পুরুষ দিবসে শোভনের জন্য বিশেষ পোস্ট করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জানালেন, পৃথিবীর সব থেকে 'সুপুরুষ' শোভন। বৈশাখীর এই বার্তা ভালোবাসা পেয়েছে নেটিজেনদের।

শোভন-বৈশাখী জুটি বরাবর নিজেদের সম্পর্ক নিয়ে 'ভোকাল'। বিজয়ায় বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন বৈশাখী। সেই সময় ফুঁসে উঠেছিলেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না। সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। কিন্তু, কোনো কিছুর তোয়াক্কা না করেই নিজেদের সম্পর্কের কথা জোর গলায় জানিয়েছিলেন দুজনেই।

শুক্রবার ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস। এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্টে লেখেন, 'একজন আদর্শ নারী এবং পুরুষ একসঙ্গে অটুট জুটি। তাঁরা কখনও একে অপরের হাত ছাড়ে না। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।'

তবে কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন-বৈশাখী, তা নিয়ে কৌতুহলের অন্ত নেই। এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কবে তাঁদের বিয়ে হবে তা সময় বলবে।


পূর্বপশ্চিমবিডি/জিএস

শ্রেষ্ঠ পুরুষ,শোভন,বৈশাখী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close