গাড়ি থেকে পর্নস্টারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১৯:১৩

নামী পর্নস্টার ডালিয়া স্কাইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হলো তার গাড়ির ভিতর থেকে। লস অ্যাঞ্জেলেসের সান ফার্নান্ডো ভ্যালি এলাকা থেকে পর্নস্টারের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আত্মঘাতী হয়েছেন ডালিয়া। তার মাথায় গুলির আঘাত রয়েছে।
সম্পর্কিত খবর
পুলিশ সূত্রে খবর, স্টেজ ফোর স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন ডালিয়া। তদন্তকারীদের ধারণা, রোগের কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন পর্নস্টার। সে কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন।
২০১০-এ পর্নস্টার হিসেবে আত্মপ্রকাশ করেন ডালিয়া। তার আসল নাম বেইলি ব্লু। পরবর্তীকালে তিনি নাম পরিবর্তন করেন।
পূর্বপশ্চিমবিডি/এসসিএম