আমি মানুষ, নিখুঁত নই: আনুশকা

আনুশকা শর্মা। ২০০৮ সালে বলিউডে পা রাখার পর থেকেই নিজেকে নিয়ে সাবধানী তিনি। প্রথম সারির অন্যান্য নায়িকার তুলনায় তার বিতর্কের তালিকা অনেকটাই ছোট। তবে ২০১৪ সালে তার ঠোঁটের সার্জারিকে কেন্দ্র করে ঝড় ওঠে বলিউডের অন্দরে। অনুরাগীমহলেও উঠতে থাকে নানা প্রশ্ন।
‘কফি উইদ কর্ণ’র একটি পর্বে পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন আনুশকাও। তখনই প্রথম তার ঠোঁটের গঠনে পরিবর্তন লক্ষ্য করা যায়। এর পরেই সেই সাক্ষাৎকারের বিভিন্ন ছবি এবং ক্লিপিংস ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। চলতে থাকে অবিরত ট্রোলিং। তখনো যদিও মুখে কুলুপ এঁটেছিলেন আনুশকা।
সম্পর্কিত খবর
২০১৬ সালে একটি সাক্ষাৎকারে ‘লিপ জব’ অর্থাৎ ঠোঁট সার্জারির কথা স্বীকার করে নিয়েছিলেন অভিনেত্রী। আনুশকা জানিয়েছিলেন ‘বম্বে ভেলভেট’ ছবিতে তার চরিত্রের জন্যই এই পদক্ষেপ করেছিলেন তিনি। অনুরাগীদের থেকে কিছু লুকিয়ে রাখতে চাননি বলেই নাকি এ কথা সামনে এনেছিলেন অভিনেত্রী। আনুশকার কথায়, আমি মানুষ, আমি নিখুঁত নই।
তবে বিতর্কের ভয়ের মিথ্যার আশ্রয় নিতে রাজি ছিলেন না তিনি।
এতো বিতর্কের পরেও শেষমেশ বক্স অফিসে বাজিমাত করতে পারেনি অনুরাগ কশ্যপ পরিচালিত ‘বম্বে ভেলভেট’। এই ছবিতে আনুশকার বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর কাপূর। খল চরিত্রে দেখা গিয়েছিল পরিচালক-প্রযোজক কর্ণ জোহরকে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি