অপি করিমের বাবা লেখক সৈয়দ আব্দুল করিম আর নেই
প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৫:০৩

না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী অপি করিমের বাবা এবং বিশিষ্ট কবি ও লেখক সৈয়দ আব্দুলকরিম (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে মৃত্যু হয় তার।
অপি করিমের ঘনিষ্ঠজন অভিনেতা শামীম শাহেদ এ তথ্য জানিয়েছেন।
সম্পর্কিত খবর
আজ আজিমপুর মসজিদে জানাজার পর বাদ জোহর আজিমপুর কবরস্থানেই সৈয়দ আব্দুল করিমের মরদেহ দাফন করা হবে।
এছাড়া চিত্রনাট্যকার ও গণমাধ্যম ব্যক্তিত্ব রুম্মান রশিদ খান জানান, বার্ধক্যজনিত নানা সমস্যা ছাড়াও শেষ দিকে আব্দুল করিমের ডায়াবেটিস ফল করে। রক্তে সুগার কমে গিয়েছিল। বুধবার দিবাগত মধ্যরাতে নিজ বাসাতেই মৃত্যুবরণ করেন তিনি।
তিনি জানান, সৈয়দ আবদুল করিমের ইচ্ছানুযায়ি আজিমপুর গোরস্থানে দাফন করা হবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি