• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
  • ||

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় মঞ্চে পোশাক খুলে গিয়েছিলো প্রিয়াঙ্কার!

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৫
বিনোদন ডেস্ক

কয়েক মুহূর্তের মধ্যে মঞ্চে যেতে হবে। সাজগোজ চলছে পুরো দমে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতা বলে কথা! টিপটপ হয়ে থাকতে হবে। নিখুঁত সাজে সজ্জিত হতে হবে। সাজঘরে প্রায় ৯০ জন প্রতিযোগী। হুলুস্থুল কাণ্ড। তারই মধ্যে ‘হেয়ার কার্লার’ নিয়ে চুল কোঁকড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। মনে অগাধ স্বপ্ন। সঙ্গে ভয়ে বুক দুরুদুরু করছে তার।

এমনই সময়ে কোনো এক মহিলা প্রিয়াঙ্কাকে অনিচ্ছাকৃত ভাবে ধাক্কা দিয়ে ফেলেন। হাত ফসকে যায় তার। হাতে ছিলো গরম ‘হেয়ার কার্লার’। কপালটা যায় পুড়ে। পোড়ার দাগ হয়ে যায় সেখানে।

২০০০ সালের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা জেতার মুহূর্তের কথা মনে পড়ছে প্রিয়াঙ্কা চোপড়ার। সেই স্মৃতিরোমন্থনের অংশ হয়ে উঠলো এক সংবাদসংস্থা। সাক্ষাৎকারে মঞ্চে ওঠার আগের দুর্ঘটনার কথা জানালেন প্রশ্নকর্তাকে।

দুর্ঘটনাকে ঢাকার জন্য মেকআপ ও তার চুলের সাহায্য নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তার মতে, ওভাবে চুলের একটি অংশ কুঁকড়িয়ে কপালে নেমে আসাটা একটু অদ্ভূত লাগছিলো। তিনি এমন একটি ভাব করেছিলেন যেন তিনি স্বেচ্ছায় ও রকম সেজেছিলেন। কিন্তু না, এটি ছাড়া আদপে তার কাছে আর কোনো রাস্তা ছিলো না।

এছাড়াও সেই প্রতিযোগিতায় র‌্যাম্পে হাঁটার সময়ে তার পোশাক খুলে যায় সামনে থেকে। পর মুহূর্তে তিনি মাথা খাটিয়ে উপায় বের করেন। জামাটা আটকে রাখতে হবে। কিন্তু কাউকে বোঝানো যাবে না। তিনি হাত দু’টিকে বুকের সামনে এনে ‘নমস্কার’র ভঙ্গিতে হাঁটতে থাকেন। দর্শক ও বিচারকরা ভেবেছিলেন তিনি ওই ভঙ্গিতেই হাঁটছেন। কিন্তু আদপে তিনি পোশাক খুলে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করছিলেন।

এতো কিছুর পরেও সেরার শিরোপা পেয়েছিলেন প্রিয়াঙ্কাই। বিশ্বসুন্দরীর মুকুট তারই মাথায় উঠেছিলো।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

পোশাক,প্রতিযোগিতা,বিশ্বসুন্দরী,প্রিয়াঙ্কা চোপড়া,অভিনেত্রী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close