খালি গায়ে ‘গণেশ প্রতিমা’র লকেট, সমালোচনার শিকার রিহানা

ফের বিতর্কে পপস্টার রিহানা। দিল্লিতে প্রতিবাদরত কৃষকদের সমর্থন করার পর তাকে নিয়ে উত্তাল হয়েছিলো সোশ্যাল মিডিয়া। এবার তিনি সমালোচিত হয়েছেন তার একটি ছবির জন্য।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন রিহানা। সেখানে তাকে টপলেস অবস্থায় দেখা গিয়েছে। কিন্তু তার গলায় ঝোলানো গণেশ প্রতিমার একটি লকেট।
সম্পর্কিত খবর
আর এই গণেশের লকেটটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের অনেকেই দাবি করেছেন রিহানার এই ছবি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। যদিও এ নিয়ে রিহানা কিছু বলেননি। কিন্তু তার বিরুদ্ধে সরব নেটিজেনরা।
কিছুদিন আগে দিল্লিতে কৃষি আইনের প্রতিবাদে শামিল হওয়া কৃষকদের সমর্থনে মুখ খুলেছিলেন রিহানা। নিজের টুইটে রিহানা লিখেছিলেন, আমরা এনিয়ে কেন কথা বলছি না?
এর উত্তরে কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাকে। কেউ কেউ বলেন, গোটা বিষয়টি না জেনে মন্তব্য করছেন পপস্টার। কেউ আবার রিহানাকে সমর্থনও জানান।
তবে তার টুইটের উত্তরে কঙ্গনার টুইট রীতিমতো ভাইরাল হয়ে যায়। লেখেন, কেউ এ নিয়ে কথা বলছে না। কারণ ওরা কৃষক নয়, ওরা সন্ত্রাসবাদী। ওরা ভারতকে ভাগ করতে চাইছে। যাতে চিন আমাদের খণ্ডিত হয়ে যাওয়া দেশের উপর আধিপত্য বিস্তার করতে পারে ও চাইনিজ কলোনি স্থানপন করতে পারে, যেমনটা আমেরিকা করেছে। তুমি বোকা, চুপচাপ বসো। আমরা তোমাদের মতো আমাদের দেশ বিক্রি করবো না।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি