বিয়ের পর নীল-তৃনার ‘অন্তরঙ্গ মুহূর্ত’র ছবি ভাইরাল

সনাতন রীতি মেনে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাস্তবে বিয়ের পর্ব সারেন পর্দার গুনগুন ও নিখিল। নীল-তৃণার বিয়েকে ঘিরে সেজে উঠেছিলো তপসিয়ার ‘গ্রিন অর্কিড’। তাদের বিবাহ আসরে উপস্থিত ছিলেন টালিপাড়ার একাধিক তারকারা।
সবচেয়ে বড় উপহার হিসাবে তৃণার বিয়েতে নীল-তৃণার নতুন জীবনের আশীর্বাদ করতে সেদিন এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টলি-টাইমের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবির পোস্টে দেখা গিয়েছিলো তৃণার পাশে তিনি দাঁড়িয়ে কিছু বলছেন।
সম্পর্কিত খবর
হাজির ছিলেন সৃজিত-মিথিলারাও। একেবারে চাঁদের হাট বসেছিলো ওইদিন নীল-তৃণার বিবাহ আসরে। ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়লেন তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। বিয়ের দিনটা যেনো তাদের সারাজীবনে একটি স্মরণীয় পাতা হয়ে থাকে তার জন্য বিয়ের বাসরেও করা হয়েছিলো বিশেষ ব্যবস্থা। গান গেয়েছিলেন নীল তৃণার জন্য। এরপর ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান ও সারা হয়ে গেছে পরের দিন।
রূপকথার এনগেজমেন্ট রিং সেরে মিনি থেকে শুরু করে রাজকীয় বিয়ের সব ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার ফুলসজ্জার অন্তরঙ্গ মুহূর্তও ফাঁস হলো। ইনস্টাগ্রাম ফ্যানপেজ তরফে প্রকাশ করা হয়েছে নীল-তৃণার ফুলশয্যার ফটো। আর সেই ফটো প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি