• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
  • ||

পরম শ্রদ্ধা হে প্রিয় কিংবদন্তি: শাকিব

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২১, ১৬:১৬
বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের ৮০তম জন্মদিন শনিবার (২৩ জানুয়ারি)। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। জীবনের মানচিত্রে বহুপথ পাড়ি দিয়ে ২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

নায়করাজের জন্মদিন ঘিরে চলচ্চিত্রাঙ্গনসহ শোবিজের নানা অঙ্গনের মানুষ তাকে স্মরণ করছেন শ্রদ্ধায়। তাকে স্মরণ করেছেন বর্তমান সময়ের ঢালিউডের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানও। এই কিংবদন্তি অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন স্মৃতিচারণ করেছেন তিনি।

শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে নায়করাজের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাকে স্মরণ করেছেন।

তিনি লেখেন, কর্ম, ব্যক্তিত্বে সফলভাবে একটা জীবন পার করে গেছেন। যা সবসময় আমার কাছে অনুসরণীয়। তাই চলচ্চিত্রে আমার কাছে সাফল্যের আরেক নাম নায়করাজ রাজ্জাক। আমি সত্যিই ভাগ্যবান যে খুব কাছে থেকে আপনার দোয়া, স্নেহ, নির্দেশনা পেয়েছি। কোটি বাঙালি ভালোবাসায় আপনাকে রাজার আসনে বসিয়েছেন।

তিনি আরো লেখেন, মৃত্যুর পরেও আপনি হয়ে আছেন আমাদের হৃদয়ে চিরদিনের নায়করাজ। ৭৯তম জন্মদিনে পরম শ্রদ্ধা হে প্রিয় কিংবদন্তি।

ষাটের দশকে নির্মাতা সালাউদ্দিনের ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রের একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন রাজ্জাক। ৩০০টিরও বেশি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়করাজ।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

রাজ্জাক,শাকিব খান,অভিনেতা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close