অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে রহস্যময় চিঠি

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছোটপর্দার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। তিশাকে এবার ‘রক্তজবা’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করছেন নিয়ামুল মুক্তা। এতে তিশার বিপরীতে অভিনয় করবেন শরিফুল রাজ।
‘রক্তজবা’র দৃশ্যধারণ শুরু হয়েছে। ঢাকার পর চাঁদপুর ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
সম্পর্কিত খবর
এ প্রসঙ্গে নিয়ামুল মুক্তা বলেন, ‘গত ১৫ জানুয়ারি থেকে ‘রক্তজবা’ সিনেমার দৃশ্যধারণ শুরু করেছি। এই সিনেমার গল্প শুরু হয়েছে- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি রহস্যময় চিঠির সূত্র ধরে। বাকিটা রক্তজবা সিনেমায় দেখা যাবে।’
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। তিশা-রাজ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়ীতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, কাজী তানভীর রশিদ অপুসহ অনেকে। পরিচালক এর আগে ‘কাঠবিড়ালী’ নির্মাণ করে প্রশংসিত হন।
পূর্বপশ্চিমবিডি/জিএস