পীর হাবিবের জন্য গাইলেন নাজনীন আহমেদ

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের সুস্থতা কামনা করে নজরুল সঙ্গীত গাইলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলেপমেন্ট স্টাডিসের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ।
নাজনীন আহমেদ তার গাওয়া সেই নজরুল সঙ্গীতটি বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ভারতের একটি হাসপাতলে। তিনি সেদিন হোয়াটসঅ্যাপে নক দিয়ে অনুরোধ করলেন উনার প্রিয় এই নজরুল গীতিটা গেয়ে পোস্ট দিতে। গানটা খুব কঠিন। গলায় ভালো আসেনি। তাও পীর হাবিব ভাইয়ের ক্যান্সার যুদ্ধে কিছুটা শক্তি জোগানোর জন্য গানটি গেয়েছি। হাবিব ভাই আপনার সুস্থতা কামনা করি।
সম্পর্কিত খবর
পূর্বপশ্চিমবিডি/ এনএন