বড় ভাইয়ের জন্য দোয়া চাইলেন জাহিদ হাসান
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ১৫:১৮

অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার বড় ভাই সিরাজগঞ্জের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউসুফ তালুকদার ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন।
ভাইয়ের সুস্থতা কামনা করে জাহিদ হাসান বলেন, মহান আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, যেন ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন।
সম্পর্কিত খবর
জাহিদ হাসান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নাট্য পরিচালক। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন তিনি। টেলিভিশন ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারণ দক্ষতা দেখিয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম