আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

এবার চুরির দায়ে পুলিশের জালে টালিউডের এক অভিনেতা। শুধু টাকা নয়, এক ব্যবসায়ীর বাড়ি থেকে কার্তুজসহ আগ্নেয়াস্ত্র চুরি করার অভিযোগ উঠেছে ওই সিরিয়াল অভিনেতার বিরুদ্ধে।
অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ওই ব্যবসায়ীর কাছে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র মজুত ছিল কেন তাও তদন্ত করে দেখছে পুলিশ।
সম্পর্কিত খবর
এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগে টালিউডের এক উঠতি অভিনেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তার ওই অভিনেতার নাম আত্মদীপ ঘোষ।
পঞ্চসায়ের থানা এলাকার ঘটনা। বুধবার (২৮ অক্টোবর) এ কথা জানান ওই থানারই এক কর্মকর্তা। ওই ব্যবসায়ীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে আনন্দপুরে ওই অভিনেতার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে পুলিশ দু’টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড কার্তুজ ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করে।
ওই ব্যবসায়ী তার অভিযোগে জানিয়েছেন, ১৫ থেকে ২১ অক্টোবরের মধ্যে যখন তিনি বাইরে ছিলেন সে সময় তার অ্যাপার্টমেন্ট থেকে ওই আগ্নেয়াস্ত্র ও টাকা চুরি করে অভিযুক্ত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি