গায়ক-অভিনেতা অ্যালিয়েন হুয়াং মারা গেছেন

চলে গেলেন তাইওয়ানের সংগীতশিল্পী ও অভিনেতা অ্যালিয়েন হুয়াং (৩৬)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাইওয়ান নিউজ জানায়, ঘটনাস্থলে চিকিৎসকরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়। হুয়াংয়ের পরিবার তার মরদেহ প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাথরুমে দুর্ঘটনাক্রমে গায়কের মৃত্যু হয়।
সম্পর্কিত খবর
জানা গেছে, সন্ধ্যা ৭টায় বাড়ি ফেরার পর তিনি আর বের হননি। বাইরে থেকে কেউ এসময়ে বাড়িতে ঢোকেওনি। ঘটনাস্থলে কোনোপ্রকার মাদক পাওয়া যায়নি। তবে ঘটনাটি আরো গভীরে তদন্ত করছে পুলিশ।
১৮ বছর বয়সেই অ্যালিয়েন হুয়াং বিনোদন জগতে পদার্পণ করেন। এইচসিথ্রি নামে ছেলেদের একটি ব্যান্ডদলে তিনি প্রথম যোগ দিয়েছিলেন। এরপর যোগ দেন কসমো ব্যান্ডদলে।
তাইওয়ানিজ শো ‘১০০% এন্টারটেইনমেন্ট’র জন্য সর্বাধিক পরিচিত ছিলেন অ্যালিয়েন হুয়াং।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি