করোনা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন কণিকা, আক্রান্ত মোরানি

কণিকা কাপুরের পরে এ বর উঠে এল আর এক নাম শাজা মোরানি। সম্প্রতি জানা গিয়েছে যে শাজা’র কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে।
বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে বিশেষ করোনা ওয়ার্ডে আইসোলেসনে রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
অন্যদিকে করোনাভাইরাসে এর আগেই আক্রান্ত হয়েছিলেন ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’সহ বিভিন্ন বলি হিট আইটেম গানের গায়িকা কণিকা। সোমবার (৬ এপ্রিল) তিনি বাড়ি ফিরছেন। তার শেষ করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সোশ্যাল মিডিয়ায় কণিকা সেই খবর পোস্ট করেছেন। কণিকার ফাঁড়া কাটলেও চেন্নাই এক্সপ্রেসের প্রযোজক করিম মোরানির মেয়ে শাজার করোনা পজিটিভ এসছে। পরীক্ষায় তার দেহে সংক্রমণ ধরা পড়ার পর পুরো মোরানি পরিবার জুহুর বাড়িতে এখন গৃহবন্দি।
মুম্বাইয়ের এক সংবাদসংস্থার মাধ্যমে জানা গেছে, আগামিকাল মোরানি পরিবারের সকলের পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লকডাউন ঘোষণা হওয়ার আগেই শাজা ফিরেছিলেন অস্ট্রেলিয়া থেকে। এরপর তাকে এতদিন আইসোলেশনে রাখা হয়। সম্ভবত ইনকিউবেশন সম্পূর্ণ হওয়ার পরেই তার শরীরে ভাইরাসের উপস্থিতি জানান দেয় ও তারপরে কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে।
মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রয়েছেন শাজা। শাজার বাবা মুম্বাইয়ে কয়েকজনকে টেক্সট মেসেজের মাধ্যমে এই খবর জানান।
তিনি লিখেন, আমার মেয়ে সাজা কোনও বিদেশির সঙ্গে মেশেনি। ওর শরীরে কোভিড’র কোনও উপসর্গ ছিল না। ভারতের নাগরিক অনুসারে আমার দায়িত্ব সকলকে জানানো যে আমরা শাজাকে নানাবতী হাসপাতালে ভর্তি করেছি।
কণিকা তো মুক্তি পেলেন। এখন শাজার রিপোর্টের জন্য দিন গুনছে বলিউড।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি