মদের দোকানগুলো খুলে দেওয়া উচিত: ঋষি কাপুর

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সব উল্টে-পাল্টে গেছে পৃথিবী জুড়ে। করোনা ভাইরাসের আতঙ্কে জীবন একদম বদলে গেছে। এখন ঘরে বসে থাকাটাই অভ্যাস করে নিয়েছে পৃথিবীর একটা বড় অংশের মানুষ। গত ২৪ মার্চ থেকে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে জরুরি কিছু সেবা ছাড়া সব বন্ধ রয়েছে সকল কিছু। কিন্তু লকডাউনের প্রতি সন্ধ্যায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারদের লাইসেন্সযুক্ত মদের দোকানগুলি খুলে রাখার পরামর্শ দিয়েছেন ঋষি কাপুর।
তিনি লিখেছেন, সরকারের রাজস্ব তোলার বড় উৎস মদ এবং এই পরিস্থিতে দেশের সব জায়গায় বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছে মদ। সরকারের সন্ধ্যেবেলা কিছু সময়ের জন্য মদের দোকানগুলি খুলে দেওয়া উচিত।
সম্পর্কিত খবর
‘আমাকে ভুলভাবে নেবেন না। করোনা আবহে নিশ্চয়তা নিয়ে বাড়িতে বসে রয়েছে। পুলিশ, ডাক্তার, সাধারণ মানুষ। প্রত্যেকের একটু অব্যহতি প্রয়োজন। কালোবাজারি তো এমনিই হচ্ছে।’
ঋষি কাপুরের মদের দোকান খুলে রাখার পরামর্শ ভালোভাবে নেননি নেটিজেনরা। তাকে নিয়ে ট্রোল করছেন অনেকেই। একজন লিখেছেন, ‘সেই পরিবারগুলোর কী হবে স্যার, যেখানে মদের নেশার বুঁদ হয়ে স্বামী, স্ত্রীকে মারধর করে? এবং সেটা করার জন্য এই সময়টাও উপযুক্ত। আপনার কি মনে হয় লকডাউনের সময়ে এটা সঠিক পথ।’
পূর্বপশ্চিমবিডি/অ-ভি