হৃত্বিকের ভক্ত হওয়ায় স্ত্রীকে হত্যা!

তারকাদের প্রতি মানুষের ভালো লাগা থাকবে এমনটাই স্বাভাবিক। আর সে বলিউড তারকা যদি হৃত্বিক রোশন হয় তাহলে তো কথাই নেই। কিন্তু হৃত্বিকের ভক্ত হওয়ায় প্রাণ হারাতে হলো ডানে ডোয়াইজ (২৭) নামে এক নারীকে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের বাঙালি অধ্যুষিত এলাকা কুইন্সে।
স্ত্রী ডন ডোজয় (২৭) হৃত্বিক রোশনের ছবি দেখলে কিংবা তার ছবির গান শুনলেই রেগে যেতেন ৩৩ বছর বয়সী দিনেশ্বর বুধিদাত। গত জুলাইতে তারা বিয়ে করেছিলেন। হৃত্বিকের প্রতি স্ত্রীর প্রীতিকে দিনেশ্বর স্বাভাবিকভাবে না নিয়ে ঈর্ষার চোখে দেখতেন। তার চূড়ান্ত প্রকাশ ঘটেছে গত শুক্রবার স্ত্রীকে হত্যার মাধ্যমে। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন।
স্ত্রীকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখতে চাইতেন দিনেশ্বর। এর আগে গত আগস্টে স্ত্রীর শ্বাসরোধ করেছিলেন দিনেশ্বর এবং চড় মেরেছিলেন। ওই ঘটনায় তাকে গ্রেফতারও করা হয়। ওই ঘটনার পর ডন ডোজয়ের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হয়েছিল।
পূর্বপশ্চিমবিডি/ইমি