Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬
  • ||

মেয়ে সারার জন্য লজ্জায় মুখ ঢাকলেন অমৃতা!

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৯, ১৭:১৫
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

কয়েকদিন আগে সারা আলী খান নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, হোটেলের টেবিলের ওপর খাবার দেখা যাচ্ছে, আর তার সামনে মুখ ঢেকে বসে আছেন সারার মা অমৃতা।

ভিডিওটি শেয়ার করার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওতে আপনারা সারাকে দেখতে পাবেন না, কারণ ভিডিওটা বানিয়েছেন তিনি নিজে।

সারা নিজের ইনস্টাগ্রাম থেকে ভিডিও টি পোস্ট করার সময় লিখেছেন, মা আর আমি যখন খাবার খেতে বাইরে গেছিলাম, তখন ডায়েটের কথা মাথাতেও আসেনি। এতো খাবার খাওয়া খুব সহজ কাজ নয়। যারা খাওয়া প্রতিযোগিতায় নাম দেয়, তারাও সহজে এতো খেতে পারবে না।

‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউড জগতে পা রেখেছে সারা আলী। তারপর অভিনেতা রণভীরের সঙ্গে অভিনীত ‘সিম্বা’ মুক্তি পায়, আর সিনেমাটি বক্স অফিসে জমিয়ে ব্যবসা করে। এরপর সারাকে কার্তিক আর্যনের সঙ্গে ‘লাভ আজকাল ২’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’-এ দেখা যাবে।

পূর্বপশ্চিমবিডি/এএ

মেয়ে,সারা,লজ্জা,অমৃতা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত