Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ৩ কার্তিক ১৪২৬
  • ||

আবারও ভাইরাল পুনমের উষ্ণ ভিডিও 

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৯, ২১:৩৮
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

পুনম পাণ্ডে, মডেলিং বা অভিনয় সংক্রান্ত কাজকর্মের জন্য যতটা আলোচনার কেন্দ্রে থাকেন তার চেয়ে বেশি আলোচিত হন তার বোল্ড চরিত্রের জন্য। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের জন্য ছবি কিংবা ভিডিও দিতে কার্পণ্য করেন না পুনম। সুকৌশলে ছড়িয়ে দেন উষ্ণতা। নেটদুনিয়ায় তার উপস্থিতি মানেই নতুন কিছু।

সোশ্যাল মিডিয়ায় যতবার আবেদনের খেলায় মেতে ওঠে পুনমের শরীর, ততবার ঝড় ওঠে লাইক-শেয়ারের। খবরের শিরোনামে উঠে আসতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেননি কেউ, ভবিষ্যতেও পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন পুনম। ভিডিও শেয়ারের পর থেকেই যেটির ভিউ সংখ্যা বেড়েই চলেছে। হয়েছে ভাইরালও। তোলপাড় শুরু হয়েছে বলিউডে।

ভিডিওটির ক্যাপশনে লাস্যময়ী পুনম লিখেছেন, ‘নেভার মিস মাই আনসেনসোর্ড’। ইতিমধ্যে ভিডিও প্রায় ১০ লাখেরও মতো ভিউ হয়েছে। কমেন্ট পড়েছে সাড়ে ৫ হাজারেরও বেশি। পুনমের অনুরাগীরা ইচ্ছা মতো নিজেদের মনের কথা জানিয়েছেন কমেন্ট বক্সে।

বলিউডে বিশেষ আনাগোনা না থাকলেও, ভার্চুয়্যাল দুনিয়ায় কীভাবে ভেসে থেকে শিরোনামে উঠে আসতে হয়, সে বিষয়ে সিদ্ধহস্ত পুনম পাণ্ডে। প্রতিবারই খোলামেলাভাবে নিজেকে মেলে ধরে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: আবারও ভাইরাল পুনমের উষ্ণ ভিডিও

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত