Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ৩ কার্তিক ১৪২৬
  • ||

দুই মাসের মেয়েকে নিয়ে পর্বতচূড়ায় সামিরা!

প্রকাশ:  ০১ অক্টোবর ২০১৯, ১৮:০০
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট icon

৬৩০০ ফুট উঁচু। এটিই কর্নাটকের সর্বোচ্চ পর্বতচূড়া। সম্প্রতি শিশুকন্যা নায়রাকে নিয়ে ভারতের কর্নাটকের সর্বোচ্চ পর্বতচূড়া মুল্লায়ানগিরিতে ওঠেন বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ওই সময়ের একটি ভিডিওচিত্র। যার ক্যাপশনে তিনি লেখেন, নায়রাকে নিয়ে মুল্লায়ানগিরিতে আরোহনের চেষ্টায় বাধা পড়েছে। দম শেষ হয়ে যাওয়ায় মধ্যপথেই থেমে গেলাম।

৩৫ বছর বয়সী এ তারকা জানান, নতুন মায়েদের কাছ থেকে তিনি বিপুল সাড়া পাচ্ছেন যারা তার থেকে অনুপ্রাণিত হয়েছেন।

ওই ইনস্টাগ্রাম পোস্টে সামিরা রেড্ডি বলেন, নতুন মায়েদের কাছ থেকে অনেক মেসেজ পেয়েছি, তারাও ভ্রমণে উৎসাহিত হয়েছেন। ভ্রমণ কাহিনীর এত ইতিবাচক সাড়া পাওয়ায় আমি শিহরিত।

মুল্লায়ানগিরিতে আরোহনের আগে ‘দে দানা দান’খ্যাত এই অভিনেত্রী ছেলে হানস ভার্দের সঙ্গে চমৎকার একটি সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

এর ক্যাপশনে তিনি লেখেন, ছুটির দিনে জড়িয়ে থাকার মতো আর কিছু নেই। এই ছোট জনাবের সঙ্গে ভালো কিছু সময় কাটালাম।

২০১৩ সালে অক্ষয় বরদেকে বিয়ের পর পরই অভিনয় জগৎ থেকে বিদায় নেন সামিরা। ২০১৫ সালে তাদের প্রথম সন্তান হানসের জন্ম হয়।

‘ট্যাক্সি নম্বর ৯২১১’, ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’র মতো হিট সিনেমা রয়েছে সামিরা রেড্ডির ঝুঁলিতে।


পূর্বপশ্চিমবিডি/ই-মি

পর্বতচূড়া,সামিরা রেড্ডি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত