Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ৭ কার্তিক ১৪২৬
  • ||

১৫ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে বাড়ি ছাড়েন এ অভিনেত্রী

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

ডেমি মুর। নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে ‌‘স্ট্রিপটিজ’, ‘ঘোস্ট’, ‘ইনডিসেন্ট প্রোপোজাল’র মতো ছবির কথা। তিনি হলিউডের দক্ষ অভিনেত্রী।

এই অভিনেত্রী লিখে ফেলেছেন তার আত্মজীবনী। নাম ‘ইনসাইড আউট’। নিজের জীবনের অন্ধকার দিকের কথা লিখেছেন অভিনেত্রী। ২৪ সেপ্টেম্বরেই মুক্তি পাবে তার এ বই।

প্রায় ৬ মাসের মাথায় মিসক্যারেজ হয়েছিল ডেমি মুরের প্রথম সন্তানের। এরপর অত্যধিক মদ্যপান শুরু করেছিলেন তিনি। ২০০৫ সালে অ্যাস্টন কুচারের সঙ্গে বিয়ে হয় তার। সে বিয়েও ভেঙে যায় ২০১১ সালে। তারপর আবার বিয়ে। পরের স্বামী ব্রুস উইলিসের সঙ্গেও তার সম্পর্কও খারাপ হয়। রিহ্যাবে যেতে হয় তাকে।

ডেমি মুরের ছোটবেলাও ছিল খুবই খারাপ। মাত্র ১৬ বছর বয়সে বাড়ি ছেড়ে দিতে হয়েছিল তাকে। এমনকী ১৫ বছর বয়সে ধর্ষণের শিকারও হয়েছিলেন তিনি। এ সমস্ত কথাই রয়েছে তার আত্মজীবনীতে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত