Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • রোববার, ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭ আশ্বিন ১৪২৬
  • ||

‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১১ নিয়ে ফের অমিতাভ

প্রকাশ:  ১৯ আগস্ট ২০১৯, ১৬:৪১ | আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৭:২৯
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

ভারতের অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’। যা উনিশ বছর ধরে দর্শকের কাছে সমান ভাবে জনপ্রিয়। বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের সঞ্চালনা তার একটি মুখ্য কারণ।

নির্মাতারা এ শো টির একটি সিজনে সঞ্চালক হিসেবে শাহরুখ খানকে উপস্থাপন করেছিলেন বটে। তবে জনতার চাহিদা অনুযায়ী পরের সিজন থেকে আবার অমিতাভকে ফিরিয়ে আনা হয়। এসব খবর অবশ্য পুরোনো।

নতুন খবর হলো সোমবার (১৯ আগস্ট) থেকে সনি টিভি চ্যানেলে আবারও শুরু হতে যাচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১১’। সঞ্চালনায় এবারও থাকছেন বিগ বি।

অমিতাভও এই শো নিয়ে সব সময় উচ্ছ্বসিত থাকেন। তিনি বলেন, এখনো নতুন আসর শুরুর হওয়ার আগে আমি উৎফুল্ল থাকি। প্রথম সিজন শুরু হওয়ার আগে যে রকম উত্তেজনা অনুভব করতাম, এখনো তাই করি।

শুধু প্রতিযোগীদের নয়, তার পরিবারের সদস্যদের মধ্যেও এই শো নিয়ে উৎসাহের কমতি নেই।

বিগ বি আরো বলেন, ঐশ্বর্যা আর শ্বেতা সময় পেলে ‘কেবিসি’র প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। জয়া এক দিনও মিস করে না। আর তার জন্য জয়াকে সকলের সামনে ধন্যবাদ দিতে চাই। আরাধ্যাও অনেক প্রশ্ন করে। ও বড় হচ্ছে। চার দিকে হোর্ডিং-পোস্টার দেখলে ওর প্রশ্নও বেড়ে যায়। তবে শোয়ের নিয়ম অনুযায়ী আমার পরিবারের কেউ এখানে অংশগ্রহণ করতে পারবে না।

‘কেবিসি’তে প্রতি বছরের মতো এ বারও নতুন সেটের পাশাপাশি ‘ফ্লিপ কোয়েশ্চেন’এর অপশন রাখা হয়েছে।এ শো এ অমিতাভের সবচেয়ে প্রিয় সেগমেন্ট ‘কর্মবীর’। সমাজের বিভিন্ন প্রান্ত থেকে জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আসেন এ সেগমেণ্টে। তাদের কথা পৌঁছে দেন বৃহত্তর দর্শকের কাছে।


পূর্বপশ্চিমবিডি/লা-মি-য়া

অমিতাভ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত