Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • রোববার, ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭ আশ্বিন ১৪২৬
  • ||

‌‘লিওর সাথে রাত না কাটানো সবচেয়ে বড় ভুল ছিল’

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৯, ১৪:০৮
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

টেলিভিশনের রিয়ালিটি স্টার হুইটনি পোর্ট সম্প্রতি একটি পডকাস্টে গিয়েছিলেন। সেখানে গিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানালেন তিনি। আর সেখানে উঠে এল লিওনার্দো ডিক্যাপ্রিও’র কথা।

২০০৯ সালে দ্য হিলস’র তারকা হুইটনি জানিয়েছেন, এক দশক আগে লিওর সঙ্গে এক রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন তিনি।

তার কথায়, আমি খুব নার্ভাস ছিলাম। আমি কোনোদিন এমন ওয়ান নাইট স্ট্যান্ড কাটাইনি। আমি তার সঙ্গে একা থাকতে চাইনি। আমি অসম্ভব ভয় পেয়েছিলাম এবং তারপরই সুযোগ হারিয়ে ফেললাম এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।

তার শো দেখার পর ডিক্যাপ্রিওর সঙ্গে একটি পার্টিতে হুইটনির দেখা হয়। সেখানে ফোন নম্বর আদান-প্রদান হয়। কয়েক মাস মেসেজে কথা বলার পর ডিক্যাপ্রিও তাকে ডেটে ডেকেছিলেন। ডেটের পর ডিক্যাপ্রিওর সঙ্গে তার বাড়িতে যেতে চান না কিনা সেই প্রস্তাবও দেওয়া হয় হুইটনিকে।

টেলিভিশনের তারকার আক্ষেপ, বেশ কয়েক বছর ধরে এই গল্প সবাইকে বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু অনককে বলেই বুঝেছেন যে কেউ বিশ্বাস করছেন না। হুইটনি পরে টিম রোজম্যানের সঙ্গে বিয়ে করেছেন। তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে।

আপাতত ক্যাপ্রিও অভিনেত্রী ক্যামিলা মোরনের সঙ্গে ডেট করছেন বলে খবর।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

রিয়ালিটি স্টার,হুইটনি পোর্ট,টেলিভিশন,লিওনার্দো ডিক্যাপ্রিও
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত