Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৪ আশ্বিন ১৪২৬
  • ||
শিরোনাম

মোদি-শাহরুখকে পিছনে ফেললেন সানি লিওন!

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৯, ১৪:৩৭
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

ফের প্রমাণ করে দেখালেন সানি লিওন। হ্যাঁ, তিনি যে সবচেয়ে বেশি জনপ্রিয় তা আবার প্রমাণ দিলেন তিনি।

সম্প্রতি প্রকাশ্যে এল গুগল ইন্ডিয়ার সার্চ রেজাল্টের তালিকা। আর এই তালিকাতেই নজরে এল সানি এখনও অবধি গুগল সার্চে এক নম্বরে।

ভারতের বেশিরভাগ মানুষই গুগলকে টাইপ করেছেন সানি লিওনের নাম। আর সেখান থেকেই গুগল সার্চ ইন্ডিয়ার একেবারে প্রথম সারিতে উঠে এলেন সানি।

গুগলের তরফ থেকে জানানো হয়, গোটা দেশ জুড়ে সব থেকে বেশি সার্চ হয়েছে সানি লিওনের ভিডিও, সানি লিওনের বায়োগ্রাফি। এমনকী, সানি লিওনের ছবিও ডাইনলোডের সংখ্যাও অনেকটা বেশি।

ভারতে সানি লিওনের পর সব থেকে বেশি সার্চ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। মোদির স্পিচ এ ব্যাপারে সব থেকে বেশি এগিয়ে। মোদির পর পরই রয়েছে শাহরুখ খান ও সালমান খান।এই দুই খানের ছবি ও সিনেমাই সব থেকে বেশি সার্চ হয়েছে গুগলে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

সানি লিওন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত