Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬
  • ||

একে অন্যের ফাঁদে অনন্ত ও বর্ষা

প্রকাশ:  ০৪ আগস্ট ২০১৯, ১৪:৩৬ | আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৩:২৫
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট icon
অনন্ত-বর্ষা। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি জুটি চিত্রনায়ক অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা। এ দুজনেই এবার হাজির হচ্ছেন ঈদের বিশেষ ভিন্নধর্মী অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানে দুজনেই থাকবেন উপস্থাপকের ভূমিকায়। তবে জর্জরিত হবেন একে অন্যের প্রেশ্নের ফাঁদে। অনুষ্ঠানে অনন্ত প্রশ্ন করবেন বর্ষাকে আবার বর্ষা উপস্থাপক হয়ে প্রশ্ন করবেন অনন্তকে।

ইতোমধ্যে অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে। অনুষ্ঠানটির প্রথম অংশে উপস্থাপনা করবেন চিত্রনায়িকা বর্ষা। তখন তার অতিথি অনন্ত জলিল।কথা বলবেন, ছোট বেলার ঈদ, প্রেম-ভালোবাসা, জীবনে নানা বিষয় নিয়ে। অনুষ্ঠান এ জুটি কথা বলবেন আসন্ন সিনেমা ‘দিন- দ্য ডে’ নিয়ে। দ্বিতীয় ধাপে উপস্থাপনা করবেন অনন্ত। তার অতিথি থাকবেন বর্ষা।

আসছে ঈদুল আজহার প্রথম দিনে রাত ৮টায় যমুনা টিভিতে ‘ঈদ স্পেশাল ‘শোবিজ টুনাইট’ অনুষ্ঠানে দেখা মিলবে তাদের। প্রেম, সিনেমা, ব্যক্তিগত জীবন আর পরিবারসহ নানা বিষয়ে কথা বলেছেন শোবিজের জনপ্রিয় এই দুই তারকা।


পূর্বপশ্চিমবিডি/এমএইচ

অনন্ত জলিল,বর্ষা
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত