Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬
  • ||

প্রভাসের বিয়ের গুঞ্জন

প্রকাশ:  ০৪ আগস্ট ২০১৯, ১৩:৪৯
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon
দক্ষিণী নায়ক। ছবি: সংগৃহীত

বহু নারীর স্বপ্নের পুরুষ ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। বর্তমানে সবার মনে একটাই প্রশ্ন, তিনি কবে বিয়ে করছেন? এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। উঠে এসেছে একাধিক নাম। গুঞ্জন শোনা যাচ্ছিল, তার ‘বাহুবলী’ ছবির নায়িকা অনশকা শেট্টিকেই বাস্তবের জীবনসঙ্গিনী করবেন প্রভাস। কিন্তু গুজব উড়িয়ে দেন দুজনেই।

অবশেষে প্রকাশ্যে এলো অভিনেতার হবু স্ত্রীর পরিচয়। গুঞ্জন, আমেরিকা নিবাসী জনৈক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রভাস। তার পরিবারের নাকি এমনটাই বাসনা। আগামী ছবি ‘সাহো’ মুক্তির পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন নায়ক। তবে এখনও পর্যন্ত অভিনেতা বা তার পরিবারের কেউ এনিয়ে মুখ খোলেননি।

গত বছর প্রভাসের চাচা জানিয়েছিলেন, ওই বছরই বিয়ে করতে চলেছেন অভিনেতা। তবে বিয়ের বিষয়ে প্রতিবারই সব প্রশ্ন উড়িয়ে দিয়েছেন বলিউড ও দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাস। তার মতে, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার।


পূর্বপশ্চিমবিডি/এমএইচ

প্রভাস
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত