Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬
  • ||

স্বামীকে নয়, প্রকাশ্যে অন্যজনকে নুসরাতের চুমু!

প্রকাশ:  ২৯ জুলাই ২০১৯, ১৩:০১
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

এই তো কিছুদিন আদে সুদূর বোদরুম শহরে কিছুদিন আগেই বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে সেরেছেন টালিউড অভিনেত্রী তথা নব্যনির্বাচিত সাংসদ নুসরাত জাহান। কলকাতা থেকে বহুদূরে বসেছিল বিয়ের আসর। বিয়ের সময় কোনও খবরই সেভাবে জানতে পারেননি নুসরত ভক্তরা। তবে, বিয়ের পর সামনে এসেছে বিয়ের সমস্ত ছবি।

বোদরুম থেকে ফিরে বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন টালি সুন্দরী।

স্বামী নিখিলকে পাশে নিয়ে বলেছিলেন, একটা মানুষের সঙ্গে সারাজীবন থাকাটা কী চাপের বুঝতে পারছেন তো।

আসলে বরাবরই স্বাধীনচেতা নুসরাত। বরাবরই মনের কথা শোনাতেই বিশ্বাসী তিনি। আর নিখিলকে বিয়ে করে সেই বিশ্বাসে সিলমোহর দিয়েছিলেন নুসরাত।

তবে তার হৃদয়ের বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে অন্য আরেকজন। আর তাকেই এ বার তাকে ভালোবাসার কথা জানিয়ে দিলেন নুসরাত।

আসলে এদিন নুসরতের সঙ্গে দেখা হয়েছিল তার বন্ধুর ছেলে একাংশের। আর বরবারই শিশুদের পছন্দ করেন নুসরাত। আর তার সঙ্গে দেখা হতেই তাকে আদরে ভরিয়ে দিলেন তিনি। তার সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন নিজের টুইটার হ্যান্ডেলে।


পূর্বপশ্চিম বিডি/লা-মি-য়া

নুসরাতের চুমু!
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত