প্রিয়াঙ্কার ধূমপান নিয়ে যা বললেন পরিণীতি!

বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া ও বলিউডের একজন অভিনেত্রী। বোনের সুখে-দুঃখে তিনি সব সময়ই পাশে থেকেছেন।
পরিণীতি বরাবরই স্পষ্টভাষী। তাই তার আগামী ছবি Jabariya Jodi-র প্রমোশনে যখন প্রিয়াঙ্কা চোপড়ার ধূমপান সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে কোনও রাখঢাক না করেই সোজা সাপটা জবাব দেন তিনি।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে পরিণীতি বলেন, এই প্রশ্নের উত্তরে আমি একটাই জবাব দিতে পারি। এই বিষয়ে কথা বলার জন্যে আমাকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। তাই এই নিয়ে কোনও প্রশ্ন করলে আমার থেকে জবাব পাওয়ার আশা নেই।
এই একটা কথাতেই পরিণীতি স্পষ্ট করে দেন, প্রিয়াঙ্কার জন্মদিনের অনুষ্ঠানে মা মধু চোপড়া এবং স্বামী নিক জোনাসের সঙ্গে ধূমপানের যে ছবি হইচই ফেলে দিয়েছে সেই বিতর্কে তিনি কোনওভাবেই সামিল হবেন না এবং বাড়তি কোনও তথ্যও জানাবেন না।
পূর্বপশ্চিমবিডি/লা-মি-য়া