Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬
  • ||

পাকিস্তানি নায়িকার উদ্দাম নাচে তোলপাড় (ভিডিও)

প্রকাশ:  ২৪ জুলাই ২০১৯, ২০:৪০
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় । প্রায়ই তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি ও ভিডিও শেয়ার করেন। আর সেসব ঝড় তোলে নেট দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি মাহিরা খানের একটি নাচের ভিডিও অন্তর্জালে তুফান ছোটাচ্ছে। গানের তালে তাঁর কোমরের দুলুনিতে দিশেহারা ভক্তকুল। ইনস্টাগ্রামে শেয়ার করা মাহিরার ভিডিওটি এ পর্যন্ত পাঁচ লাখ ৯৩ হাজারের বেশিবার দেখা হয়েছে।

আসলে ওই ভিডিওটি মাহিরা খানের আসন্ন সুপারস্টার সিনেমার অংশ। ছবিটির ‘নুরি’ গানে নেচেছেন তিনি। রোমান্টিক ড্রামা ‘সুপারস্টার’-এ মাহিরার বিপরীতে দেখা যাবে বিলাল আশরাফকে। বড়পর্দায় উঠবে ৯ আগস্ট।

হাম টিভির ইউটিউব চ্যানেলেও মাহিরার ‘নুরি’ গানটির ভিডিও মুক্ত করা হয়েছে। সেখানেও ছয় লাখ ৭৪ হাজারের বেশিবার দেখা হয়েছে গানটি।

শুধু পাকিস্তানেই নয়, ভারতেও তুমুল জনপ্রিয় মাহিরা খান। রইস’ সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে নজর কেড়ে নেন এ নায়িকা। বর্তমানে এই অভিনেত্রী পাকিস্তানে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন ।

সূত্র : এনডিটিভি

পূর্বপশ্চিমবিডি/ জিএম

পাকিস্তান,জনপ্রিয় অভিনেত্রী,মাহিরা খান,বিনোদন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত