Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬
  • ||

‘এখনকার ছেলেমেয়েরা কীভাবে এত সুন্দর অভিনয় করে’

প্রকাশ:  ১৫ জুলাই ২০১৯, ১১:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট icon

বিনোদন ডেস্ক

এই প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছেন দেব। তার জন্য অভিনেতা বেশ এক্সাইটেড ছিলেন। ঘটনাচক্রে দেখা গেল সৌমিত্রও কম উত্তেজিত নন দেবের সঙ্গে কাজ করতে পেরে। দাসানি স্টুডিয়োয় ‘সাঁঝবাতি’র শুটিংয়ে শটের মাঝেই দেবের প্রশংসা করে উঠলেন সৌমিত্র।

ওই ছবিতে রয়েছেন পাওলি দাম। অভিনেত্রীর একটি কান্নার দৃশ্য ছিল। সিন শেষ হতেই সৌমিত্র বলে উঠলেন, এখনকার ছেলেমেয়েরা কী করে এত সুন্দর অভিনয় করে বুঝতে পারি না। দেব-পাওলি দু’জনকেই দেখলাম, কী চট করে এক্সপ্রেশন বদলে দিল!

ছবির প্রযোজক অতনু রায়চৌধুরীর কাছেও দেবের প্রশংসা করেছেন সৌমিত্র। অতনু বলেন, উনি দেবকে দেখে ইমপ্রেসড। ছোঁড়াটা ভালো কাজ করেছে। দেব সত্যিই খুব খাটছে।

ছবির পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ও দেবের অভিনয়ের প্রশংসা করলেন।

পূর্বপশ্চিম/অ-ভি

apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত