Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬
  • ||

প্রভাসের ‘সহো’ সিনেমায় অ্যাকশন দৃশ্যের খরচ দেড়শ কোটি রুপি

প্রকাশ:  ১৩ জুন ২০১৯, ১৫:৩৪ | আপডেট : ১৩ জুন ২০১৯, ১৫:৩৮
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

দক্ষিণী অভিনেতা ‘বাহুবলী’ খ্যাত প্রভাস একের পর এক চমক দিয়ে চলেছেন। তার অভিনিত বাহুবলী : দ্য বিগিনিং ছবিটি ছিল গ্লোবাল ভারতীয় জাতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ও ভারতের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। জনপ্রিয় এই নায়কের নতুন ছবি ‘সাহো’ মুক্তির অপেক্ষায়। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি। মুক্তির আগেই বৃহস্পতিবার (১৩ জুন) ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার।

টিজারেই চমকে দিয়েছে বাহুবলী তারকা প্রভাস। ১ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যরে টিজারে দেখা যায় প্রভাস-শ্রদ্ধার প্রেম। প্রেমের পরেই শুরু হয় অ্যাকশন। প্রভাসের অ্যাকশন লুকের সাথে নায়িকা শ্রদ্ধাকেও বেশ অ্যাকশনে দেখা গেছে। টিজারে প্রভাস-শ্রদ্ধা ছাড়া আরও দেখা গেছে চাংকি পান্ডে, মহেশ মাঞ্জেরেকর, ভেনেলা, জ্যাকি শ্রফসহ আরও অনেককে।

জানা গেছে, ৩০০ কোটি রুপি বাজেটের এ ছবিতে অ্যাকশনের জন্যই খরচ হয়ে প্রায় দেড়শ কোটি রুপি। এর মধ্যে আবুধাবিতেই অ্যাকশন দৃশ্যের জন্য ৯০ কোটি রুপি খরচ হয়েছে। শুটিংয়ের প্রয়োজনে ৩৭টি গাড়ি, কয়েকটি স্পোর্টস গাড়ি ও ট্রাক ব্যবহার করা হয় এ ছবিতে।

অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন ট্রান্সফরমার্স (২০০৭) ও ডাই হার্ড (১৯৮৮) সিনেমাখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার কেনি বেটস। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হয়েছে সাহো সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সুজিত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, শ্রদ্ধা কাপুর, চাংকি পান্ডে, মহেশ মাঞ্জেরেকর, ভেনেলা, জ্যাকি শ্রফসহ আরও অনেককে।


পিপিবিডি/এসএম

প্রভাস
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত