Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬
  • ||

ভারতকে ভালোবেসে মেয়ের নাম ইন্ডিয়া রাখলেন হলিউড অভিনেতা

প্রকাশ:  ১২ জুন ২০১৯, ২০:১৪
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

হলিউড অভিনেতা ক্রিশ হেমসওয়ার্থ ভারতকে ভালোবেসে নিজের মেয়ের নাম ইন্ডিয়া রেখেছেন। ভারতে কাজ করতে এসে ভারতের প্রেমে পড়েই নিজের মেয়ের নাম ভারতের নামের সাথে মিল রেখে ইংরেজিতে রেখেছেন।

ভারতকে এভাবে তার হৃদয় জুড়ে রাখার জন্য ক্রিশের প্রসংশা করে সংবাদ প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জানা গেছে, গতবছর নেটফ্লিক্সের -এর একটি প্রোজেক্ট ‘ঢাকা’ শুট করতে এসেছিলেন ভারতে। আহমেদাবাদ আর মুম্বইয়ে শুটিং হয়েছিল। সেই সময় আইএএনএস কে দেওয়া এক সাক্ষাতকারে ক্রিশ জানান, এখানে শুট করতে না এলে ভালো ভাবে জানতেই পারতেন না ভারতকে। এখানে কাজের অভিজ্ঞতা সারাজীবন মনে রাখব। একই সঙ্গে তিনি জানান, তাঁর স্ত্রী এলসা অনেকদিন ভারতে কাটিয়ে গেছেন।

ভারত সম্পর্কে বলতে গিয়ে থর স্টার-বলেন, ‘এখানে শুট করতে না এলে জানতেই পারতাম এখানে রোজ হাজারে হাজারে মানুষ পথে নামেন। এই অভিজ্ঞতা কোনোদিন ভুলব না। ভারতের মানুষ যেমন সব বিষয়ে যতেষ্ট পরিশ্রমী আর প্রচুর সাপোর্টও করেন একে অন্যকে। আমাকে এমনভাবে ঘিরে ধরেছিলেন সবাই যে মনে হচ্ছিল এক স্টেডিয়াম মাঝে আমি রকস্টার।’’

উল্লেখ্য, এই মুহূর্তে ক্রিশ যাবতীয় আগ্রহ মেন ইন ইন্টারন্যাশনাল এর মুক্তি ঘিরে। সোনি পিকচার্স এর ছবিটি ভারতে মুক্তি পাবে ১৪ জুন হিন্দি, ইংরেজি, তামিল ও তেলুগু ভাষায়।

পিপিবিডি/এস.খান

ক্রিশ,ইন্ডিয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত