Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬
  • ||

রণবীরকে ব্যাট দিয়ে মারছেন দীপিকা

প্রকাশ:  ১২ জুন ২০১৯, ১৯:১১
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

বলিউডের আলোচিত দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বলিউড পাড়ায় এই জুটিকে নিয়ে আলোচনার কোনো কমতি নেই। শোবিজে আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকেন প্রতিনিয়ত। ভক্তদেরও তাদের সম্পর্ক নিয়ে জানার তুমুল কৌতূহল।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার নতুন বিষয় দিয়ে ভক্তদের উস্কে দিলেন এই নব দম্পতি। বুধবার (১২ জুন) রণবীর সিং ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘আমার রিল ও রিয়াল লাইফের গল্প’। এরপরই আলোচনার তৈরি হয়েছে ভিডিওটি নিয়ে।

ডিওটিতে দেখা যাচ্ছে, রণবীর সিংকে ব্যাট দিয়ে মারছেন দীপিকা। আর ব্যাটের বাড়ি খেয়ে লাফিয়ে উঠছেন রণবীর!

এদিকে প্রথমবার অনস্ক্রিনেও জুটি বাঁধতে যাচ্ছেন রণবীর-দীপিকা। কবীর খানের ‘৮৩’ সিনেমায় কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। আর কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করবেন দীপিকা।

এনডিটিভির সুত্রে জানা যায়, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের ১০ এপ্রিলে সিনেমাটি মুক্তি পাবে।

পিপিবিডি/এস.খান

রণবীর সিং,দীপিকা পাড়ুকোন
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত