Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬
  • ||

৪০ বছরের সম্পর্কের অবসান

প্রকাশ:  ১২ জুন ২০১৯, ০০:০৫
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

বিগ বির সর্বক্ষণের সঙ্গী শীতল জৈন আর নেই। শনিবার (০৮ জুন) সকালে বয়সজনিত কারণে তার মৃত্যু হয়ে। মৃত্যুকালে শীতল জৈনের বয়স হয়েছিল ৭৭ বছর।

অমিতাভ বচ্চনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন শীতল জৈন। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমিতাভের ম্যানেজার হিসেবে বিশেষভাবে পরিচিতি ছিল শীতল জৈনের। অমিতাভ বচ্চনের ম্যানেজার ছাড়াও তিনি একটি ছবি প্রযোজনা করেছিলেন। ছবিটির নাম বড়ে মিঞা ছোটে মিঞা।

শীতল জৈনের মৃত্যুতে শোকবিহ্বল অমিতাভ বচ্চন। অভিনেতার সমস্ত কাজ সামলাতেন শীতল জৈন।

বিগ বি লিখছেন, শীতলের মৃত্যুতে তার কাজের জায়গায় এক গভীর শূন্যতা তৈরি হবে। ৪০ বছরের তাদের সম্পর্ক। অমিতাভের কথায়, আমার সব কাজের খেয়াল রাখতেন শীতল। একেবারে পরিবারের মতো ছিল আমাদের সম্পর্ক। আনন্দে-দুঃখে আমার সঙ্গী ছিলেন তিনি।

শীতল জৈনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অমিতাভ, অভিষেক এবং ঐশ্বর্য। শুধু হাজির হওয়া নয়, বিশেষ বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে শবদেহ বহন করলেন অমিতাভ। তাকে সঙ্গ দিলেন অভিষেকও। মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হন্স শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় শীতল জৈনের।

পিপিবিডি/অ-ভি

apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত