Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৪ আশ্বিন ১৪২৬
  • ||
শিরোনাম

ফের কন্যা সন্তানের মা হলেন এশা দেওল

প্রকাশ:  ১১ জুন ২০১৯, ১৭:২৫ | আপডেট : ১১ জুন ২০১৯, ১৭:৩১
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

বলিউড অভিনেত্রী এশা দেউলের কোলে এসেছে নতুন অতিথি। ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এশা দেওল সোমবার (১০ জুন) দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছেন। তার প্রথম সন্তান রাধ্যা তাখতানির জন্ম হয় ২০১৭ সালে।

এ বছরের শুরুতেই এশা দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভবা হওয়ার খবর জানান সামাজিক যোগাযোগমাধ্যমে। বড় মেয়ের নাম উল্লেখ করে এষা লিখেছিলেন, রাধ্যা এবার বড় বোন হতে চলেছে।

এবারও ফের কন্যা সন্তান জন্ম দেওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমেই জানালেন অভিনেত্রী এশা। একটি পোস্টারে লেখা, মিরায়া তাখতানি তোমাকে স্বাগতম।

এই পোস্টারটির সঙ্গে এশা ক্যাপশনে লিখেছেন, ‘সবার ভালোবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’ এষার পোস্ট থেকেই বোঝা যাচ্ছে অভিনেত্রী তার দ্বিতীয় কন্যা সন্তানের নাম রেখেছেন মিরায়া তাখতানি।

দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে ২০১২ সালের জুনে ব্যবসায়ী ভারত তাখতানিকে বিয়ে করেন এশা। ২০০২ সালে ‘কোই মেরে দিল সে পুছে’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এশার। ‘ধুম’, ‘যুবা’, ‘কুছ তো হ্যায়’, ‘কাল’, ‘নো এন্ট্রি’র মতো সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

২০১৫ সালের ‘কিল দেম ইয়াং’র সিনেমায় সবশেষ পর্দায় দেখা গেছে তাকে। এরপর থেকে সিনেমার ভুবনে অনুপস্থিত তিনি।

পিপিবিডি-এনই

এশা দেউল,বলিউড
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত