Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯, ৬ আশ্বিন ১৪২৬
  • ||

হবু স্বামী নিখিলকে নিয়ে প্রকাশ্যে নুসরাত

প্রকাশ:  ১০ জুন ২০১৯, ১৩:০১
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পরই অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ের পিড়িতে বসছেন এমন খবর রটে। যদিও তখন এ বিষয়ে মুখ খোলেন নি নুসরাত। তবে এবার হবু স্বামী নিখিলকে নিয়ে প্রকাশ্যে এলেন।

সামাজিক ভিডিও প্ল্যাটফর্ম টিকটক-এ প্রকাশিত এক ভিডিওতে ব্যবসায়ী প্রেমিক নিখিল জৈন'র সঙ্গে দেখা যায় নুসরাতকে। ভিডিওটিতে নুসরাত তার প্রেমিককে বলছেন, ‘দিল কা দরওয়াজা খোল দিয়া’। যার বাংলা অর্থ হচ্ছে ‘হৃদয়ের দরজা খুলে দিলাম’।

ভিডিওটি প্রকাশের পর নুসরাত ভক্তদের মনে আর কোনো প্রশ্ন রইলো না। কেননা নিখিলকে জড়িয়ে নুসরাতের প্রেম ও বিয়ে করতে যাওয়া আর গুজব নয়; তারা যে প্রেম করছেন, বিয়ে করতে যাচ্ছেন- তেমনই ইঙ্গিত রয়েছে ভিডিওটিতে।

এর আগে ভারতীয় গণমাধ্যম জানায় চলতি জুন মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন নুসরাত জাহান। পাত্র তারই বহুদিনের প্রেমিক নিখিল জৈন। তবে নিখিল শোবিজের কেউ নন। তিনি এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তুরস্কের ইস্তানবুলে দু’জনের পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হওয়ার কথা।

পিপিবিডি/এস.খান

নুসরাত জাহান,নিখিল
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত