Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • সোমবার, ১৪ অক্টোবর ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬
  • ||
শিরোনাম

বাবাকে হারালেন অজয় দেবগণ

প্রকাশ:  ২৮ মে ২০১৯, ০০:০৮ | আপডেট : ২৮ মে ২০১৯, ০০:১১
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

প্রয়াত হলেন বীরু দেবগণ। বলিউডের বিখ্যাত এই অ্যাকশন ডিরেক্টর অভিনেতা অজয় দেবগনের বাবা। সূত্রের খবর, সোমবার সন্ধেয় মুম্বইতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

দেবগণ পরিবারের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিখ্যাত অ্যাকশন মাস্টার তথা অজয় দেবগণের বাবা বীরু দেবগণ সোমবার সকালে প্রয়াত হয়েছেন।’

বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বীরু। পরিবার সূত্রের খবর, চিকিত্সা চলছিল তার। সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছিলেন আত্মীয়রা।

অমৃতসরে জন্মগ্রহণ করেন বীরু। মুম্বইতে গিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে শুরু করেন। ৮০টিরও বেশি ছবিতে সফল ভাবে কাজ করেছেন তিনি।

তার চার সন্তানের মধ্যে অজয় অভিনয় করেন। এ ছাড়া অনিল দেবগণ পরিচালনার সঙ্গে যুক্ত। বীরুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।

সূত্র: বলিউড হাঙ্গামা

পিপিবিডি/রবিউল

অজয় দেবগন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত