Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শনিবার, ১৭ আগস্ট ২০১৯, ২ ভাদ্র ১৪২৬
  • ||

পূজা চেরী জিপিএ ৪.৩৩, দীঘি ৩.৬১

প্রকাশ:  ০৬ মে ২০১৯, ১৭:২৪ | আপডেট : ০৬ মে ২০১৯, ১৭:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট icon

চলতি বছরের এসএসসি পরীক্ষায় আমদের শোবিজের দুই চেনা মুখ পূজা চেরী ও দীঘি অংশ নিয়েছিলেন। আনন্দের বিষয় হলো দুজনই উত্তীর্ণ হয়েছেন। শিশুশিল্পী থেকে চলচ্চিত্রের নায়িকা হওয়া পূজা চেরী ‘এ গ্রেড' পেয়েছেন, তার জিপিএ ৪.৩৩। শিশুশিল্পী হিসেবে একসময়ের বড়তারকা প্রয়াত নায়িক দোয়েল ও নায়ক সুব্রতের কন্যা ফারদিন দীঘি অবশ্য আশানুরূপ ফল পাননি। ৩.৬‌১ জিপিএ নিয়ে তিনি পেয়েছেন ‌'এ-মাইনাস গ্রেড'।

‘পোড়ামন ২’ খ্যাত পূজা চেরী এসএসসি'র এই ফলাফলে খুশি। তিনি বলেন, পরীক্ষা প্রস্তুতি নিয়ে শুটিংয়ের ফাঁকে ফাঁকে। তাই পড়াশোনাতে সেরকম মনোনিবেশ করতে পারিনি। তবু জিপিএ ৪.৩৩ পেয়েছি, এতেই আমি আনন্দিত। আমার এই ফলাফল বাবা-মাও অনেক খুশি। এখন ভালো একটা কলেজে ভর্তি হয়ে এইচএসসি শেষ করতে চাই। পড়াশোনা শেষধাপ পর্যন্ত যেতে চাই। পাশাপাশি অভিনয় করবো।

স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে ইংরেজি ভার্সনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া দীঘি ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। এ গ্রেড না পাওয়া তার মন একটু খারাপ। তিনি বললেন, শারীরীক অসুস্থতার কারণে প্রস্তুতি ভালোভাবে নেওয়া হয়নি। এইচএসসি ফলাফল আরও ভালো করার চেষ্টা করবো।

পিপিবিডি-এনই

পূজা চেরী,দীঘি
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত