সাত দিনের ছুটিতে গণ বিশ্ববিদ্যালয়

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৭ দিনের ছুটি পাচ্ছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। তবে, অফিস বন্ধ থাকবে শুধুমাত্র ২ দিন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
সম্পর্কিত খবর
এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ০২/১০/২২ তারিখ থেকে ০৫/১০/২২ তারিখ পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের ক্লাস সমূহ এবং ০৫/১০/২২ তারিখ শুধুমাত্র অফিস বন্ধ থাকবে। এছাড়া, আগামী ০৯/১০/২২ তারিখ ঈ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সকল ক্লাস এবং অফিস বন্ধ থাকবে।
এদিকে, বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ দিন বন্ধ হলেও দুইদিন সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। তবে, ০৯/১০/২২ তারিখের আগে শুধুমাত্র একদিন ক্লাস চালু থাকবে। এরপর আবার সাপ্তাহিক বন্ধ মিলিয়ে ৩ দিনের ছুটি থাকবে।