জবিতে ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ বুথের উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ মুজিবের আদর্শের সংগঠন। শেখ মুজিবের আদর্শকে লালন করে করোনার শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে আছে। করোনাকালীন সময়ে কৃষকের ধান কাটা থেকে শুরু করে সকল ভালো কাজ করে যাচ্ছে। অন্যদিকে দেশের একটি কুচক্রি মহল বারবার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশের সকল কুচক্রী মহলকে রুখে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ একের পর এক যে জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে আমি এ সকল ভালো কাজের সাদুবাদ জানাই।
সম্পর্কিত খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, দেশের কল্যাণে স্বাধীনতার বাণী অক্ষুন্ন রাখতে ছাত্রলীগ যে কাজ করছে নিসন্দেহে এটি ভালো কাজ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আশরাফুল আলম টিটন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের করোনা সুরক্ষার জন্য এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবো।
পূর্বপশ্চিমবিডি/আর