• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

গবিতে খেলোয়াড়দের মিলনমেলা

প্রকাশ:  ১০ মার্চ ২০২৩, ২১:৪৫
সানজিদা জান্নাত পিংকি, গবি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথম স্পোর্টস্ রিইউনিয়ন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে এই আয়োজন করা হয়।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১১ টায় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় ১২০ জন খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।

গণ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষক মোঃ হাবিব উদ্দিন বলেন, প্রথমত এটি আমাদের প্রথম মিলনমেলা, প্রতিবছর এই মিলনমেলা আয়োজন করা হবে। আপনারা জানেন যে গণ বিশ্ববিদ্যালয়ের প্লেয়ার মানেই সেরা, আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপে সব ইভেন্টে গণ বিশ্ববিদ্যালয় শীর্ষে, আজ সেই সেরাদের একসাথে করতে পেরে এবং আমরা যারা প্রাক্তন ও বর্তমান প্লেয়ার আছি তাদের জন্য বড় একটি আনন্দের দিন। যারা আমরা খেলাধুলা পছন্দ করি মূলত তাদের নিয়েই এই মিলনমেলা। খেলাধুলায় বন্ধুত্ব মজবুত হয়, ভাতৃত্ববোধ বাড়ে। সারাদিনব্যপী আমরা বিভিন্ন খেলাধুলা রেখেছি, আমরা সবাই মিলে উপভোগ করবো।

বিবিএ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও প্রথম ছাত্র সংসদ পরিষদের ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন খান রনি বলেন, আজ এখানে এসে মনে হচ্ছে আমরা সেই বিশ্ববিদ্যালয় জীবন ফিরে পেয়েছি, আসলে আমরা সবাই চাকরি জীবনে থাকায়, কারও সাথে ওইভাবে যোগাযোগ হয়না, সবাই সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতিছে, বিশেষ করে আজ সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সেলিম, রাজনীতি প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইমন, ফার্মেসী বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাজিদ ভাইরা ব্যক্তিগত কারণে আসতে পারে নাই আমরা তাদেরকে মিস করতেছি।

ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইব্রাহিম হাসান হৃদয় বলেন, আসলে প্রাক্তন হিসেবে নিজ ক্যাম্পাসে আসতে সবসময় মন চায় কিন্তু কাজের চাপে সম্ভব হয়ে ওঠেনা, যারা আয়োজন করেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞ এবং সত্যিই গর্বিত এই অনুষ্ঠানে এসে। এইরকম অনুষ্ঠান প্রতিবছর করা উচিৎ, এতে সিনিয়র জুনিয়রের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠবে।

বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ শীতল বলেন, আমরা প্রাক্তনদের পেয়ে খুবই আনন্দিত, এইরকম দিনে সবাইকে এক সাথে পাওয়া ভাগ্যের ব্যপার, আমি চাই প্রতি বছর এইরকম একটি দিন যেনো আমরা সবাই একত্রিত হতে পারি।

উপস্থিত ছিলেন ক্রীড়া প্রশিক্ষক সোহেল খান, ক্রীড়া প্রশিক্ষক মোঃ মুস্তাফিজুর রহমান, ক্রীড়া প্রশিক্ষিকা খাদিজা খাতুন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী লিটন, ইংরেজি বিভাগের ১৬ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রথম ছাত্র সংসদ পরিষদের উপ-ক্রীড়া সম্পাদক হাসান, সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রবিউল সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সারাদিনব্যপী ক্রিকেট, ভলিবল এবং নাইট ফুটবল টুর্ণামেন্টের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

গণ বিশ্ববিদ্যালয়
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close