চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে ত্রি-মুখী সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত রাত ১২টা থেকে শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়, সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ চলছে বলে জানা গেছে। উভয়পক্ষের মধ্যে চলছে ইটপাটকেল নিক্ষেপ। এসময় দেশীয় অস্ত্রসহ অনেক ছাত্রলীগ কর্মীকে দেখা যায়।
সম্পর্কিত খবর
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্টেশনতলায় সিক্সটি নাইনের এক কর্মীর সঙ্গে সিএফসির এক কর্মীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, যা একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। সিএফসিকে সমর্থন দেয় বিজয় গ্রুপ। এতে সংঘর্ষ ত্রিমুখীতে রূপ নেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানতে পেরেছি। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
আশা করি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম