জবির পরিবহন দপ্তর থেকে বিতর্কিত দুই কর্মকর্তাকে বদলি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের দুই বির্তকিত কর্মকর্তাকে অব্যাহতির দাবির মুখে তাদেরকে বদলি করা হয়েছে।
(মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সম্পর্কিত খবর
অফিস আদেশে বলা হয়, পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার ও দৈনিক হাজিরা ভিত্তিক উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরকে পুনরাদেশ না দেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরে যুক্ত করা হলো।
এর আগে, গত সোমবার পূর্ব- পশ্চিম এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদকের অনুসন্ধানে পরিবহন পুলের দুর্নীতি এবং অনিয়ম জনসম্মুখে আসলে এই দুই কর্মকর্তাকে অব্যহতির দাবিতে পরিবহন পুলের অফিসে তালা ঝুলিয়ে দপ্তরের কার্যক্রম বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাড়িচালকেরা।
এছাড়াও বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করে চালকেরা বলেন, পরিবহন পুলের এই দুই কর্মকর্তা দীর্ঘদিন থেকেই চালকদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। বিনা কারণেই বিভিন্ন সময়ে চালকদের গাড়ি না দিয়ে বসিয়ে রাখেন এই দুই কর্মকর্তা প্রায়ই। এছাড়াও তাদের কথামতো অবৈধ সুবিধা তৈরি করে না দিলে বিভিন্নভাবে চালকদের হয়রানি করেন তারা। পরিবহন অফিসকে নিজেদের কর্তৃত্বে নিয়ে দুর্নীতি অব্যাহত রাখতে এই দুই কর্মকর্তা বিভিন্ন সময়ে চালককের হয়রানি সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও অভিযোগ করেন চালকেরা।