• সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
  • ||

গবিতে উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবীর আরাধনা

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
সানজিদা জান্নাত পিংকি, গবি

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়য়ে (গবি) পালিত হয়েছে স্বরস্বতী পূজা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গণ বিশ্ববিদ্যালয়

বাণী অর্চনা সংঘের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ছাত্রাবাসে প্রতিমা স্থাপন, বাণী অর্চনা এবং মন্ত্র পাঠের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয়

বাগদেবীর আরাধনা।

এই আয়োজনে গবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী

ছাড়াও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল

কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকালে জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষানুরাগী ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অজ্ঞতার অন্ধকার থেকে নিজেকে আলোর পথে উৎসারিত করতে দেবীর পায়ে এই প্রণতি বলে জানান বাণী অর্চনা সংঘের সভাপতি দীপ্ত রায়। পূজায় দেশের সব বিদ্যার্থীদের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

পূজায় উপস্থিত ছিলেন বাণী অর্চনা সংঘের সাবেক সভাপতি প্রসেনজিৎ কুমার পাল, প্রতিষ্ঠাতা সভাপতি তমাল ব্যানার্জি ও সাধারণ সম্পাদক প্লাবন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান,শিক্ষক এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

গণ বিশ্ববিদ্যালয়
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close