• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

চিকিৎসক হতে চায় এসএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী রোদসী

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২২, ২১:৪৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিএএফ শাহীন কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী রাদিয়াহ লাবিকা রোদসী। পেশাগত জীবনে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার।

সোমবার (২৮ নভেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ হয়েছে।

সম্পর্কিত খবর

    প্রকাশিত ফলাফলে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী রোদসী। সে রাজধানীর বিএএফ শাহীন কলেজের বিজ্ঞান বিভাগে পড়তো।

    রোদসী সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহের মেয়ে এবং প্রয়াত সাংবাদিক পীর হাবিবুর রহমানের ভাতিজি।

    এই শিক্ষার্থীর পরিবার জানায়, ছোট থেকেই অদম্য সে। পড়াশোনায় ভীষণ আগ্রহ তার। ছোট থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হবে। এজন্য বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে। আজকের ফলাফলে এক ধাপ এগিয়ে গেল রোদসী।

    শিক্ষার্থী রাদিয়াহ লাবিকা রোদসী বলেন, ছোট থেকে স্বপ্ন ছিল চিকিৎসক হবো। সেজন্য পড়াশোনা করেছি। আজ জিপিএ-৫ পেয়ে ভীষণ ভালো লাগছে। পরিবারও খুশি। সামনেও আরও ভালোভাবে পড়াশোনা করে ভালো ফলাফলের মাধ্যমে স্বপ্নের পথে এগিয়ে যেতে চাই। এজন্য সবার দোয়া কামনা করছি।

    রাদিয়াহ লাবিকা রোদসী
    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close